নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ ১৩ জুলাই: উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের বিধায়ক বিজেপি-র দেবেন্দ্রনাথ রায়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার প্রতিবাদে মঙ্গলবার উত্তরবঙ্গ বনধের ডাক দিল বিজেপি। এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত ভাবে দেবেন্দ্রনাথ রায়কে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছে বিজেপি। রাজ্যপালও এ ঘটনাকে আত্মহত্যা বলে মনে করছেন না। রাজ্যপাল জাগদীপ ধনকার এদিন তাঁর তার ট্যুইটে বিধায়কের মৃত্যুর তদন্ত স্বচ্ছতার সঙ্গে করার দাবি জানিয়েছেন। এজন্যই বিধায়কের মৃতদেহের ময়নাতদন্তের সময় বিশেষজ্ঞ কমিটির উপস্থিতি ও ভিডিও ফটোগ্রাফি চেয়েছেন তিনি।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন,’ যারা আমাদের বিধায়ক আত্মহত্যা করেছেন বলে প্রচার করছেন তারা এই হত্যার চক্রান্তের সঙ্গে যুক্ত রয়েছেন। এটি পরিকল্পিত খুন। এর প্রতিবাদে মঙ্গলবার উত্তরবঙ্গ বনধের ডাক দেওয়া হয়েছে।’
বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক রথীন্দ্র বসুর অভিযোগ, ‘ লকডাউনের সময় থেকেই রাজ্যের আইন শৃঙ্খলা চূড়ান্ত অবনতি ঘটেছে। দক্ষিণবঙ্গে একের পর এক বিজেপির নেতা কর্মীদের তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা খুন করার পর এবার উত্তরবঙ্গে সেই ষড়যন্ত্র শুরু করেছে তৃণমূল। বিধায়ক দেবেন্দ্রনাথ রায় এলাকায় যথেষ্ট জনপ্রিয় ছিলেন।ট সেবামূলক কাজে তার সুনাম ছিল। তাই এলাকার অরাজনৈতিক ব্যক্তিত্বরাও মেনে নিতে পারছেন না এই মৃত্যু। তারাও মনে করেন এটি একটি সুপরিকল্পিত খুন ছাড়া কিছু নয়। ২০২১-র বিধানসভা নির্বাচনে বিদায় নিশ্চিত জেনেই তৃণমূল এভাবে খুনের রাজনীতি করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করতে চাইছে।’
এই পরিস্থিতিতে পুলিশের দাবিতে চাঞ্চল্য ছড়িয়েছে। জেলা পুলিশ দাবি করেছে, দেবেন্দ্রনাথবাবুর জামার পকেটে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। সেখানে দুজনের নাম রয়েছে। কাদের নাম রয়েছে, তারা রাজনৈতিক ব্যক্তিত্ব কি না এব্যাপারে পুলিশ তদন্তের স্বার্থে কিছুই জানায়নি।