নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ, ১৩ জুলাই:উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের বিধায়ক বিজেপি-র দেবেন্দ্রনাথ রায়ের অস্বাভাবিক মৃত্যুতে পরিকল্পিত খুনের অভিযোগ উঠলো। সোমবার সকালে তাঁর বাড়ি থেকে ১ কিলোমিটার দূরে একচি বন্ধ দোকানের সামনে ঝুলন্ত অবস্থায় বিজেপি বিধায়ককে দেখা যায়। মৃতদেহ যেভাবে ঝুলছিল তাতে স্থানীয় বাসিন্দারা একে আত্মহত্যা বলে মানতে নারাজ। এলাকার বাসিন্দা, জেলা বিজেপি নেতৃত্ব এবং মৃত বিধায়কের স্ত্রী একে পরিকল্পিত খুন বলেই মনে করছেন। এক্ষেত্রে সকলের অভিযোগের তীর তৃণমূলের দিকে। যদিও প্রাথমিকভাবে তৃণমূল নেতৃত্ব জানিয়েছে তাদের দল এধরনের কাজ করে না।
২০১৬ সালে সিপিএমের টিকিটে হেমদাবাদ বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন দেবেন্দ্রনাথ রায়। গত লোকসভা নির্বাচনের আগে তিনি বিজেপি’তে যোগ দেন। টানা তিনবার পঞ্চায়েত প্রধান ছিলেন দেবেন্দ্রনাথ রায়। তাঁর স্ত্রীও পঞ্চায়েত প্রধান ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে হেমতাবাদ থানার বালিয়া মোড়ে একটি বন্ধ দোকানের বারান্দার সামনে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় দেবেন্দ্রনাথ রায়কে। তাঁর একটি হাতওই দড়ির সঙ্গে বাঁধা ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
বিধায়কের স্ত্রীর অভিযোগ, তাঁর স্বামীকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। রবিবার রাত ১ টা নাগাদ বিধায়ককে বাড়ি থেকে কয়েকজন ডেকে নিয়ে যায়। এরা প্রত্যেকেই বাইকে করে এসেছিল। তারপর এদিন সকালে বিধায়ককে ঝুলন্ত দেহ উদ্ধার পাওয়া যায়।