উত্তর দিনাজপুর,0১ জুন:পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়, অবৈধভাবে কমলপুর গ্রামে পুকুর খনন কে কেন্দ্র করে কৃষকদের জমি থেকে জল নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। প্রায় ৩০০ বিঘা জমি ফসল জল জমে যাবার কারনে নষ্ট হছে। পুনরায় জল নিকাশি ব্যবস্থার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসীর। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ এর উত্তর দিনাজপুর হেমতাবাদ ব্লকের বাঙ্গাল বাড়ি স্কুল মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় কমলপুর গ্রামের বাসিন্দা ও এলাকাবাসীরা।
ঘটনাস্থলে হেমতাবাদের পুলিশ এসে ও পুলিশ আসে এবং হচ্ছে পথ অবরোধ উঠে না ভাষণ দেয় এছাড়া বাঙালবারি পঞ্চায়েতের উপপ্রধান স্বামী নূর আলম জানান সমস্যাটি মিটিয়ে নেবার চেষ্টা করা হচ্ছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী বকুল বর্মন গৌরাঙ্গ দাস সহ অন্যান্যরা ।