তিন মাস পর মালদা থেকে বাড়ি ফিরে আসায়, গ্রামে ঢুকতে বাধা

তিন মাস পর মালদা থেকে বাড়ি ফিরে আসায়, গ্রামে ঢুকতে বাধা

আসানসোল,0১ জুন:তিনমাস পর মালদা থেকে বাড়ি ফিরে আসায়, গ্রামে ঢুকতে বাধা গ্রামবাসীদের ৷ ঘটনা সূত্রে তিন মাস আগে কালীপাহাড়ির চুনাভাট্টি এলাকার বাসিন্দা শঙ্কর বাউরি মালদার ফারাক্কায় মেয়ের বাড়িতে দেখা করতে যায় ৷ তবে লকডাউনের জেরে আর আসানসোলে ফেরা হয়নি ৷ বর্তমানে রাজ্যসরকার লকডাউনে কিছুটা শিথিলতা আনায় চুনাভাট্টি এলাকার ওই বাসিন্দা রবিবার রাতে কালী পাহাড়ি অঞ্চলের বাড়িতে ফিরে আসে ৷

তবে গ্রামে ঢুকতে গেলে গ্রামবাসীরা শঙ্কর বাউরিকে বাধা দেয় ৷ তারা দাবি করে অবিলম্বে সরকারি নিয়ম অনুসারে শঙ্কর বাউরিকে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে ৷ প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার পরেই রিপোর্টের ভিত্তিতে গ্রামে নিজের বাড়িতে প্রবেশ করতে পারবেন ৷ এই বিষয়ে রবিবার রাত থেকেই গ্রামবাসীরা বিক্ষোভ দেখায় ৷ শেষ পর্যন্ত সোমবার সকালে শঙ্কর বাউরিকে হোম কোয়ারেন্টাইনে রাখার জন্যে তৎপর হয় স্থানীয় প্রশাসন ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

satta king chart