মালদা,০৩ জুন:করোনা সংক্রমণ প্রতিরোধে শিশুদের পুষ্টি জরুরি। সেকথা মাথায় রেখে গরীব অসহায় শিশুদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর “বিকাশ যাত্রা”। প্রধানমন্ত্রীর এই ভাবনাকে সার্থক রূপ দবতে বুধবার মালদহে বিজেপি নেত্রী নির্ভয়াদেবী শুরু করলেন অপুষ্টির সমস্যায় থাকা শিশুদের জন্য “দুগ্ধ পোষণ অভিযান সু দা মা”। মালদহের কাজিগ্রামে সব বুথে এই অভিযানে সব শিশুদের দুধ দেওয়া হবে বলে তিনি জানান। তিনি বলেন,’ আজ বাংলার নারী ও শিশুরা অপুষ্টির শিকার। এরা ঠিক মতো খাবার পান না। প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় পোষণ অভিযানের মাধ্যমে শিশুদের জন্য দুধ বিতরন শুরু হয়েছে সারা দেশে। সেই অভিযানের অঙ্গ হিসেবে আমাদের এই প্রয়াস। গ্রামের হত দরিদ্র শিশুদের স্বাস্থ্য সুরক্ষার কাজ করতে পেরে ভালো লাগছে।’