কোচবিহার,0২ জুন:করোনায় প্রথম আক্রান্ত ৩২ জনের মধ্যে ২৬ জনের রিপোর্ট নেগিটিভ। আরও বাকি ৬ জনের শরীরে কোভিড-১৯ এর সংক্রমণ রয়েছে বলে জানা গেছে। যেহেতু উত্তরবঙ্গ মেডিকেল কলেজে দীর্ঘদিন ধরে কোচবিহার সহ বিভিন্ন জেলার নমুনা জমা হয়েছিল সেগুলি ধীরে ধীরে পরীক্ষা করতে করতে হঠাৎই দেখা যায় কোচবিহারে প্রথম পর্যায়ে ৩২ জনের শরীরে করোনার হদিস মিলেছে। পরে তাদেরকে দ্রুত শিলিগুড়ি কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে পরবর্তীতে তাদের পুনরায় লালারসের নমুনা সংগ্রহ করা হলে দেখা যায় ওই ৩২ জনের মধ্যে ২৬ জনের লালারসের রিপোর্ট নেগেটিভ এসেছে। ইতিমধ্যেই এই খবরটি সংবাদমাধ্যমের কাছে জানিয়ে দিয়েছেন কোচবিহার জেলার জেলাশাসক পবন কাদিয়ান।
জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার তাঁদের শিলিগুড়ি থেকে কোচবিহারে ফিরিয়ে আনা হবে। বেশ কিছুদিন হোম কোয়ারান্টিনে থাকবেন তাঁরা। সংক্রামিতদের মধ্যে একজন শিশুও ছিল সেও সুস্থ হয়ে উঠেছে। সরকারি হিসেব অনুযায়ী এখন পর্যন্ত কোচবিহার জেলায় ৮৯জন করোনা রোগীর হদিস মিলেছে। তার মধ্যে সুস্থ হয়ে উঠলেন এই ২৬ জন।