মাধ্যমিকে রাজ্য সেরা বুদ্ধদেব, স্বপ্ন দেখছে সাঁওতাল মহল্লা

মাধ্যমিকে রাজ্য সেরা বুদ্ধদেব, স্বপ্ন দেখছে সাঁওতাল মহল্লা

নিজস্ব প্রতিনিধি, ১৬ জুলাই: মাধ্যমিকের ফল প্রকাশের পর থেকে সকলেই ব্যস্ত মেধা তালিকা নিয়ে। কিন্তু সেই ব্যস্ততায় বুদ্ধদেব মান্ডিকে নিয়ে আলোচনা হচ্ছে না বললেই চলে। এবারের মাধ্যমিক পরীক্ষায় সাঁওতালী মাধ্যমে রাজ্যে প্রথম হয়েছে সে। বাকুড়ার চাঁদড়া কল্যান সংঘ হরিজন হাইস্কুলের ছাত্র বুদ্ধদেব মান্ডি।
বাবা কালিপদ মান্ডি ও মা আশা মান্ডি। শালতোড়া জেলার চাঁদরা থানার শিমূলবেড়িয়া গ্রামের এই কৃতি ছাত্রটি মোট ৫৭৭ নম্বর পেয়েছে।
প্রত্যন্ত ছোট্ট গ্রামের হতদরিদ্র পরিবারের এই সন্তান তার মা-বাবা’র মুখে হাসি ফুটিয়ে কষ্টের অবসান ঘটাতে অক্লান্ত পরিশ্রম করে করছে। সাঁওতালী মাধ্যমে শিক্ষার উপযুক্ত পরিকাঠামোর যথেষ্ট অভাব রয়েছে। তারমধ্যেও বুদ্ধদেব ভবিষ্যতে ভালোমতো প্রতিষ্ঠিত হওয়ার জন্য নিজের মাতৃভাষায় পড়াশুনা করছে। তার এই কৃতিত্ব নিজের ছোট্ট গ্রামেও আশার আলো দেখিয়েছে। তার রেজাল্টে নতুন স্বপ্নে জেগে উঠেছে গোটা গ্রাম তথা সাঁওতালি মহল্লা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

satta king chart