মাধ্যমিকে রাজ্য পঞ্চম ও উত্তরবঙ্গে প্রথম বংশীহারির অঙ্কিত

মাধ্যমিকে রাজ্য পঞ্চম ও উত্তরবঙ্গে প্রথম বংশীহারির অঙ্কিত

নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়ি: মাধ্যমিকে রাজ্যে পঞ্চম ও উত্তরবঙ্গে প্রথম হলো দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারির অঙ্কিত সরকার। তার পরেই রয়েছে শিলিগুড়ির রিঙ্কিনি ঘটক ও রায়গঞ্জের সুনরিত সিংহ। বুধবার মাধ্যমবকের ফল প্রকাশের পরে সম্ভাব্য যে মেধা তালিকা পাওয়া গিয়েছে তাতে এবার উত্তরবঙ্গের জযজয়াকার। ১৬ ছাত্রছাত্রী মেধা তালিকার প্রথম ১০ জনের মধ্যে রয়েছে। এর মধ্যে মালদারই রয়েছে ৬ জন।
উত্তরবঙ্গের মেধা তালিকাঃ-
৫ম অঙ্কিত সরকার / ৬৮৮ ( বংশীহারি হাইস্কুল, দক্ষিণ দিনাজপুর)
৬ঠ (৬৮৭)-রিঙ্কিনী ঘটক/ ৬৮৭( শিলিগুড়ি গার্লস হাইস্কুল,) ও সুনরিত সিংহ (রায়গঞ্জ করোনেশন স্কুল)
৭ম (৬৮৬)- করণ দত্ত ৬৮৬/ ( মনীন্দ্রনাথ হাইস্কুল,কোচবিহার), রিতম বর্মন (গোপালনগর এমএসএস হাইস্কুল, দিনহাটা) ও সোহান তামাং (মালদা জেলা স্কুল)
৮ম বরুণাদিত্য সাহা ৬৮৫ (জলপাইগুড়ি জেলা স্কুল), নাজনিন আজাদ, (বামনগ্রাম এইচ এন এম হাইস্কুল, মালদা) ও মহম্মদ তাহেরুজ্জমান (মালদা জেলা স্কুল)
৯ম শ্রেয়া সরকার ৬৮৪/ (সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়, জলপাইগুড়ি), অঙ্কিতা মণ্ডল (বার্লো গার্লস হাইস্কুল, মালদা)
১০ম সম্প্রীতি রায় ৬৮৩ (ইন্দিরাদেবী বালিকা বিদ্যালয়, কোচবিহার), অয়ন দাস( মালদা রামকৃষ্ণ মিশন), দেবাঞ্জন দে (মালদা রামকৃষ্ণ মিশন), সায়ন কর্মকার– (মালদা রামকৃষ্ণ মিশন) ও রূপসা সাহা– (বালুরঘাট গার্লস হাইস্কুল)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

satta king chart