নিজস্ব প্রতিনিধি, ১৪ জুলাই:হেমতাবাদের বিধায়ক তথা দলীয় নেতার অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে সামনে রেখে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার অবনতি নিয়ে অভিযোগ জানিয়ে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাইল বিজেপি। মঙ্গলবার বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল দিল্লিতে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে পশ্চিমবঙ্গের আইন শৃংখলার অবনতি এবং হেমতাবাদের বিধায়কের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা তুলে ধরেন। বিজেপির কেন্দ্রীয় নেতারা পশ্চিমবঙ্গের এই পরিস্থিতিতে রাজ্যে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চান।
উল্লেখ্য সোমবার উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে বিজেপি-র বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। খুন না আত্মহত্যা, এ নিয়ে রাজনৈতিক চাপানউতোর চরমে উঠলেও মৃতের পরিবার এবং বিজেপি একে সুপরিকল্পিত খুন বলেই মনে করছে।
বিধায়কের এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে সামনে রেখে পশ্চিমবঙ্গে একের পর এক রাজনৈতিক খুন এবং রাজ্যের শাসক দলের হয়ে পুলিশের কাজ করা গোটা বিষয়টি রাষ্ট্রপতির নজরে আনা হয়েছে বলে জানিয়েছেন দার্জিলিংয়ের সাংসদ বিজেপি-র রাজু বিস্ত। এদিন বিজেপি-র কেন্দ্রীয় নেতা তথা পশ্চিমবঙ্গে দলের পর্যবেক্ষক’ কৈলাস বিজয়বর্গীয়, পশ্চিমবঙ্গে বিজেপি-র সহ পর্যবেক্ষক অরবিন্দ মেনন, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, সাংসদ স্বপন দাশগুপ্ত এবং দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত এই প্রতিনিধি দলে ছিলেন।
রাজু বিস্ত বলেন, ‘ বিগত কয়েক বছর ধরে রাজ্যের শাসক দল প্রশাসনকে ব্যবহার করে কীভাবে পাহাড় থেকে সমতল পর্যন্ত বিরোধী কণ্ঠকে রোধ করার চেষ্টা করছে, এলাকার বহু যুবক মাসক দল ও পুলিশের অত্যাচারে ঘরছাড়া হয়ে রয়েছে, সবটাই এদিন রাষ্ট্রপতিকে জানানো হয়েছে। তাঁকে আমরা বলেছি পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে সেখানে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই। বিধায়ক, সাংসদরা যেখানে আক্রান্ত হন সেখানে যে কোনও নিরাপত্তা নেই তা আর বলার অপেক্ষা রাখে না। এই পরিস্থিতিতে রাজ্যে শান্তি ফিরিয়ে আনতে আমরা রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়েছি।