নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি, ১৫ জুলাই:হেমতাবাদের বিধায়ক তথা দলীয় নেতা দেবেন্দ্রনাথ রায়ের অস্বাভাবিক মৃত্যুর সিবিআই তদন্তের দাবিতে অনঢ় বিজেপি। এই মৃত্যুর ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ১২ ঘণ্টা উত্তরবঙ্গ বনধের ডাক দিয়েছিল বিজেপি। বুধবার হেমতাবাদের বিধায়কের মৃত্যুর সিবিআই তদন্তের দাবিতে রাজ্যজুড়ে থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি নিয়েছিল বিজেপি। এদিন রাজ্যের অন্যান্য জায়গার সঙ্গে শিলিগুড়িতেও থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করে দলের শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটি। এই কর্মসূচির নেতৃত্ব দেন বিজেপি-র রাজ্য সাধারণ সম্পাদক রথীন্দ্র বসু। উপস্থিত ছিলেন বিজেপি-র শিলিগুড়ি সাংগঠনিক জেলার সহ সভাপতি অখিল বিশ্বাস ও রাজ ভট্টাচার্জি , মন্ডল সভাপতি আদিত্য মোদক , কাউন্সিলর খুশবু মিত্তাল ও তরুণ দত্ত।