শিলিগুড়ির ৪৭ টি ওয়ার্ডে বৃহস্পতিবার থেকে ফের ৭ দিনের লকডাউন

শিলিগুড়ির ৪৭ টি ওয়ার্ডে বৃহস্পতিবার থেকে ফের ৭ দিনের লকডাউন

নিজস্ব প্রতিনিধি, শিলিগুরি ১৫ জুলাই: বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ৭ দিনের জন্য শিলিগুড়ি শহর জুড়ে লকডাউন শুরু হচ্ছে। পুরসভার ৪৭ টি ওয়ার্ডে এই লকডাউন চলবে। বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত জানান পর্যটন মন্ত্রী গৌতম দেব। শিলিগুড়িতে করোনা সংক্রমণের হার লাফিয়ে লাফিয়ে বাড়ার সঙ্গে মৃত্যুর মিছিলও শুরু হয়েছে। এই পরিস্থিতি দেখা দিতে শহরের সর্বস্তর থেকে অনেক দিন আগেই দাবি উঠেছিল করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য গোটা শহরকে লকডাউন করা হোক। যদিও শুরুতে এ ব্যাপারে প্রশাসন তথা রাজ্য সরকার সাড়া দেয়নি। তবে সংক্রমিত এলাকায় বিভিন্ন জায়গা আলাদাভাবে চিহ্নিত করে কড়াকড়ি লকডাউন শুরু হয়েছিল। কিন্তু তাতেও করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনা যায়নি। এই প্রেক্ষাপটে রাজ্যের বিভিন্ন জেলার করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করে মঙ্গলবার নবান্ন থেকে রাজ্যের মুখ্যসচিব এ ব্যাপারে একটি নোটিশ জারি করেন। সেই সূত্র ধরে এদিন জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গে বেশ কিছু জেলায় শহরাঞ্চলে লকডাউন শুরু হয়েছে।
পর্যটন মন্ত্রী গৌতম দেব জানিয়েছেন, এই সাতদিনের লকডাউনে আগের লকডাউনের মতোই সব নিয়ম মানা হবে। অত্যাবশ্যকীয় পণ্য পেতে যাতে সাধারণ মানুষর সমস্যা না হয় তার জন্য ওষুধ সহ বিশেষ কিছু দোকান খোলা থাকবে।
শিলিগুড়িতে এই লকডাউনে পুরসভার ৪৭ টি ওয়ার্ডের সঙ্গে ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা ক্ষেত্রের আশিঘর এলাকাও যুক্ত করা হয়েছে। কেননা এটি শিলিগুড়ি শহর লাগোয়া। তবে বাকি পঞ্চায়েত এলাকাগুলির কী হবে সে ব্যাপারে পরবর্তীতে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। শিলিগুড়ি মহকুমার মাটিগাড়া, চম্পাসারি সহ বিভিন্ন পঞ্চায়েত এলাকাকে লকডাউনের আওতায় না আনা হলেও সেখানকার কন্টেনমেন্ট জোনের পরিধি প্রসারিত করার ব্যাপারে শীঘ্রই আলোচনা হবে বলে জানান পর্যটন মন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

satta king chart